জিয়ার শাসনামলে সংবিধান সংশোধন

জিয়ার শাসনামলে সংবিধান সংশোধন
জিয়ার শাসনামলে সংবিধান সংশোধন

জিয়ার শাসনামলে সংবিধান সংশোধন

পঞ্চম সংশোধনী:

সংবিধান আইন, ১৯৭৯।

১৯৭৯ সালের ৫ এপ্রিল গৃহীত হয় ও ৬ এপ্রিল রাষ্ট্রপতির সম্মতি লাভ করে।

 

  • চতুর্থ তফসিল (ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী) সংশোধন করা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত জারিকৃত সকল ফরমান, আদেশ, সামরিক আইন প্রবিধান, সামরিক আইন আদেশ ও অন্যান্য আইনকে এ সংশোধনীর মাধ্যমে বৈধতা দেওয়া হয়।
  • সংবিধানের শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রহিম’ সংযোজিত হয়।
  • ‘বাঙালি’ জাতীয়তাবাদের পরিবর্তে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদ প্রবর্তিত হয়।
  • সমাজতন্ত্রকে অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার বলে ব্যাখ্যা দেওয়া হয়।
  • ধর্মনিরপেক্ষতার স্থলে ‘সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ যুক্ত করা হয়।
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে প্রধান বিচারপতি অপসারণের বিধান করা হয়।

 

যেহেতু এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের চারটি মূলনীতিতে পরিবর্তন আনা হয় তাই একে সংবিধানের প্রথম বিচ্যুতি বলে অভিহিত করা হয়। ফলে সংশোধনীটি পরবর্ততে অবৈধ ঘোষণা করা হয়।

হাইকোর্ট বিভাগ ২৯ আগস্ট ২০০৫ এবং

আপিল বিভাগ ২ ফেব্রুয়ারি ২০১০ একে অবৈধ ঘোষণা করেন।

সম্পর্কিত অনুচ্ছেদসমূহ