বাংলাদেশের ভৌগোলিক অবস্থান

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান

বাংলাদেশ উত্তর গোলার্ধের একটি স্বাধীন সার্বভৌম দেশ। এটি এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত।

 

বাংলাদেশের অবস্থান
বাংলাদেশের অবস্থান

বাংলাদেশের অবস্থান

৮৮ ড্রিগ্রি ০১ মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৯২ ডগ্রি ৪১ মিনিট পূর্ব দ্রাঘিমাংশ

২০ ডিগ্রি ৩৪ মিনিট উত্তর অক্ষাংশ থেকে ২৬ ডিগ্রি ৩৮ মিনিট উত্তর অক্ষাংশ

অর্থাৎ কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে।

 

বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা

বাংলাদেশের সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে।

পশ্চিম, উত্তর ও পূর্ব দিকে রয়েছে ভারত এবং দক্ষিণ-পূর্ব অংশে রয়েছে মায়ানমার।

বাংলাদেশের সাথে সংলগ্ন ভারতের সীমান্তবর্তী ৫টি রাজ্য হলো: পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম।

বাংলাদেশের সাথে সংলগ্ন মায়ানমারের সীমান্তবর্তী ২টি রাজ্য হলো: রাখাইন ও চিন।

এছাড়া দক্ষিণে রয়েছে বিশ্বের বৃহত্তম উপসাগর বঙ্গোপসাগর। এটি ভারত মহাসাগরের অংশ।

 

 

বাংলাদেশের ক্ষেত্রফল

বাংলাদেশের ক্ষেত্রফল ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার বা ৫৬,৯৭৭ বর্গমাইল।

এর মধ্যে প্রায় ৭০% এলাকা কৃষিকাজ ও বসবাসের জন্য ব্যবহৃত হয়। ১১-১২% এলাকা জুড়ে রয়েছে বনভূমি এবং ৭-৮% এলাকা জুড়ে রয়েছে নদ-নদী, খাল-বিল, পুকুর, জলাশয় ইত্যাদি। তবে সুনির্দিষ্টভাবে এদের ক্ষেত্রফলের কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য এখানে বহুল ব্যবহৃত আয়তনের স্থলে ক্ষেত্রফল শব্দটি ব্যবহার করা হয়েছে। কারণ গাণিতিকভাবে আয়তন শব্দের ব্যবহার এখানে উপযুক্ত নয়।

সম্পর্কিত অনুচ্ছেদসমূহ