নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য

নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য
নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান

 

অনুচ্ছেদ ২১

নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য

(১) সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিকদায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য।

(২) সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।

 

নাগরিক:

রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কোন রাষ্ট্রের জনগণকে তার নাগরিক বলে।

কোন রাষ্ট্রের নাগরিককে রাষ্ট্র কিছু অধিকার ও দায়িত্ব প্রদান করে।

 

নাগরিকদের কর্তব্য:

  • সংবিধান ও আইন মান্য করা,
  • শৃঙ্খলা রক্ষা করা,
  • নাগরিক দায়িত্ব পালন করা এবং
  • জাতীয় সম্পত্তি রক্ষা করা।

 

সরকারী কর্মচারী:

প্রজাতন্ত্রের কর্মে বেতনাদিযুক্ত পদে অধিষ্ঠিত বা কর্মরত কোন ব্যক্তি হলো সরকারি কর্মচারী।

সরকারি কর্মচারির কর্তব্য সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা।

 

উল্লেখ্য বাংলাদেশের সংবিধানে কোথাও কর্মকর্তা শব্দের উল্লেখ নেই। তবে অনেক আইনে ১ম ও ২য় শ্রেণি তথা ১ থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তা এবং ৩য় ও ৪র্থ শ্রেণি তথা ১১ থেকে ২০ গ্রেড পর্যন্ত কর্মচারী শব্দের উল্লেখ আছে।

সম্পর্কিত অনুচ্ছেদসমূহ