সংজ্ঞা
পদার্থ গঠনকারী ক্ষুদ্রতর কণা যা ঐ পদার্থের বৈশিষ্ট্য বজায় রেখে স্বাধীনভাবে অবস্থান করতে পারে তাকে অণু বলা হয়।
উদাহরণ: পানির অণু, হাইড্রোজেন গ্যাসের অণু, গ্লুকোজের অণু ইত্যাদি।
বৈশিষ্ট্য
- পদার্থ গঠনকারী ক্ষুদ্রতর কণা,
- পদার্থের বৈশিষ্ট্য বজায় রেখে স্বাধীনভাবে অবস্থান করতে পারে,
- পরমাণু দিয়ে গঠিত যারা নিজেদের মধ্যে বন্ধনে আবদ্ধ থাকে ইত্যাদি।
প্রকারভেদ
মহাবিশ্বে যত প্রকার মৌলিক বা যৌগিক পদার্থ আছে; অণুর সংখ্যা তত প্রকার। তবে পদার্থের গঠনের উপর ভিত্তি করে আমরা অণুকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি।
যেমন:
১. মৌলিক বা সরল অণু,
২. যৌগিক অণু,
৩. পলিমার অণু ইত্যাদি।
গঠন
অণু গঠিত হয় একাধিক পরমাণুর সমন্বয়ে। পরমাণুগুলো পরস্পরের মধ্যে বিভিন্ন প্রকার বন্ধনে আবদ্ধ থাকে।